বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে মুদির দোকান ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ

পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরের সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাগবাড়ী বাজার সংলগ্ন দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসা ও দারুল নাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত মধ্য রাতেএ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে হায়দার আলী(৫৬), তার ছেলে মো. সাদ্দাম হোসাইন(৩০), সাইদুল ইসলামের ছেলে মো. নোমান(১৮), নাঈম(২০), হাবুল মিয়ার ছেলে আনিছ(২০), আবুল হোসেন(২৫)সহ অন্যান্যরা মো. আনোয়ার হোসেনকে বেধরক মারপিট করে আহত করে। পরেদুর্বৃত্তরা তার দোকানের বিভিন্ন মালামালসহ ক্যাশ বক্সেরভিতর থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকা লুটপাট করে। পরে আহত দোকান মালিক মো. আনোয়ার হোসেনকে তার স্বজনরা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে আহত মো. আনোয়ার হোসেনসাংবাদিকদের কাছে বর্বরোচিত এই হামলার সত্যতা নিশ্চিত করেন।

ইউপি সদস্য মো. মিস্টার আলী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবতৎ মো. হায়দার গংদের সাথে মো. আনোয়ার হোসেন গংদের মাঝে বিরোধ চলে আসছিলো। এরি জেরে হায়দার আলী গংরা এই বর্বরোচিত হামলাটি চালায়। আমি আনোয়ার হোসেনকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।এ বিষয়ে এলাকায় চাপাক্ষোভ বিরাজ করছে। অপরদিকে ওই মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত