মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার সদর থানায় পুলিশ সদস্যদের ফুলেল শুভেচছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিম। পরে তারা পুলিশ সুপার আকরামুল হোসেন বিপিএম এর সাথে ছাত্র আন্দোলন ও বর্তমান সময় নিয়ে আলোচনা করেন। এতে সবাই একসাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার আকরামুল হোসেন বিপিএম বলেন, জেলায় কোটা বিরোধী আন্দোলনে কোন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়নি বলে ছাত্রদের আশ্বস্ত করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের লিখন, রাহাত, পলাশ, সঞ্চয়, তৌহিদ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।