শেরপুরের শ্রীবরদীতে ২ কেজি গাঁজা সহ রাজু মিয়া( ২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলার নকলা উপজেলার সাইলামপুর এলাকার এমদাদুল হকের ছেলে। ডিবি সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিপন মিয়া, এএসআই হরিপদ সঙ্গীয় পুলিশ নিয়ে শনিবার বিকেলে শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড়ে অভিযান চালিয়ে মো. রাজু মিয়াকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. রাজু মিয়াকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৪ আগস্ট রোববার দুপুরে আদালতের সোপর্দ করেছে ডিবি পুলিশ।