শেরপুরে একঝাঁক তারুণ্য নতুন উদ্যমে পরিচ্ছন্ন-সুন্দর সমাজ বিনির্মানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। (২০ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে চলো চাপাতলি সাজাই সংগঠনের উদ্যোগে শহরের চাপাতলি মহল্লায় ওই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণকারীরা জানান, আমাদের এলাকার রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায় ময়লা-আবর্জনায় স্তপ পরে গেছে। এইসব ময়লা-আবর্জনা পরিস্কার করতে চলো চাপাতলি সাজাই সংগঠনের উদ্যোগে এলাকার তরুণদের নিয়ে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করি। এছাড়াও মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি করতে মানুষকে যেখানে-সেখানে ময়লা না ফেলতে উদ্ধুদ্ধ করছি। আমাদের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল সাত্তার, চলো চাপাতলী সাজাই সংগঠনের সমন্বয়ক মো. শামীম মিয়া, শেরপুর সাজাই গ্রুপের সভাপতি মো. মোশাররফ হোসেন, নিউক্লিয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সমাজকর্মী আল হেলালুর রহমান মামুন প্রমুখ।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় অর্ধ শতাধিক অংশগ্রহণ করেন