শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ছেলের হাতুড়ি আঘাতে বাবা আবুল কালাম আজাদ (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাজিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পানের ব্যবসা করত। তার দুই ছেলে এক মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছে। বড় ছেলে জাহিদ (২৯) ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদ ঢাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। আবুল কালাম আজাদ ছেলের কাছেই থাকতো। ১০/১২ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে নিহত আবুল কালাম আজাদ। বুধবার রাতে তার ছোট ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসে। বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে বাবা আবুল কালাম আজাদের বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করে। পরে আশপাশের লোকজন ডাক চিৎকার শোনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত সাজিদকে গ্রেপ্তার করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের পুত্রবধূ ও গ্রেপ্তার সাজিদের স্ত্রী নুপুর আকতার জানান, তাদের দুই মেয়ে। কিছুদিন যাবত তার স্বামী মানসিক ভারসাম্যহীন। নিজেই আত্মহত্যার কথা বলতো। ঢাকা থাকবে না বলেই বাড়িতে আসে। পরে খবর পেয়ে সে বাড়িতে এসে দেখে তার বাবাকে হত্যা করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।