সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ গ্রাম হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের পুত্র শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশ্রাব আলীর পুত্র শহিদুল ইসলাম (৩২), শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র নাজমুল হক (২৭)পুলিশ জানায়, পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।