বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শেরপুরের নকলা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ঔষধ হর হামেশাই বিক্রি হচ্ছে ফার্মেসীতে!

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৩:৪১ পূর্বাহ্ণ

বন্যাকবলিত শেরপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। চাহিদা বেড়েছে ডায়রিয়ার ওষুধ, ইনজেকশন ও স্যালাইনের। বিশেষ করে শেরপুরের নকলা উপজেলায় এসব চিকিৎসা সামগ্রীর চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি। কিন্তু নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই ডায়রিয়া রোগের ভিসারালজিন ইনজেকশন, আইভি স্যালাইন, বমির ইনজেকশন এবং মেট্রোনিডাজল ইনজেকশনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ। তবে টাকার বিনিময়ে হাসপাতালটির সামনের একাধিক ফার্মেসিতে সরকারি সিলযুক্ত ওষুধ বিক্রি হচ্ছে হর হামেশাই। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে দৈনিক ”দেশ রুপান্তরে’র হাতে!

পরিচয় গোপন রেখে বেশ কয়েকজনে অভিযোগ করেন ঔষধ প্রশাসনের কোনো তদারকি না থাকায় দিন দিন সরকারি ওষুধ বিক্রির প্রবণতা বাড়ছেই।

এ বিষয়ে হাসপাতালটিতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রুনিগাও গ্রামের মো. রফিকুল ইসলাম (৪২), দনাকুর্শা গ্রামের গাজি মিয়া, হাসনখিলা গ্রামের মো. রাজন আহামেদ (২০), চন্দ্রকোনা বাছুর আগলা গ্রামের রিপু মনি (১৭) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন।

ওই চার জনেরই স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডায়রিয়া রোগের ভিসারালজিন ইনজেকশন ছাড়া ডায়রিয়ার আইভি স্যালাইন, বমির ইনজেকশন এবং মেট্রোনিডাজল ইনজেকশনসহ কোনো ধরনের ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই কিনতে হয়েছে হাসপাতালের সামনের ফার্মেসি থেকে। এর মধ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির মেট্রোনিডাজল ইনজেকশনও কিনেছেন হাসপাতালের সামনের দোকান থেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ওষুধ বিক্রি করা আইনত দ-নীয় অপরাধ হলেও হাসপাতালের সামনের কয়েকটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ বিক্রি হয়ে আসছে।

গত সোমবার দুপুরে হাসপাতালে রোগীর স্বজনরা সংবাদ মাধ্যমকে বলেন, আমরা বন্যাকবলিত ছিলাম। পানি কমার সঙ্গে সঙ্গেই শিশু এবং বয়স্করা ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে দু-একটি ওষুধ ছাড়া কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। আবার সেই ওষুধের গায়ে লেখা এটা সরকারি সম্পদ ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ওষুধ দেখিয়ে তারা বলেন, সরকারি ওষুধ সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না, কিন্তু দোকানে ঠিকই পাওয়া যাচ্ছে। আমরা আজও হাসপাতালের সামনের ফার্মেসি থেকে এই ওষুধগুলো কিনে এনেছি।

নকলা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, আমাদের হাসপাতাল থেকে ওষুধ বাইরে চলে গেছে এটা আগেই বলা যাবে না। সরকারি ওষুধ বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। তারপরও খোঁজ নিয়ে দেখছি। আমাদের হাসপাতালের কোনো কর্মকর্তা যদি জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শেরপুর জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, সরকারি ওষুধ বিক্রি গুরুতর অপরাধ। যে ফার্মেসিগুলো সরকারি ওষুধ বিক্রি করছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের কোনো কর্মকর্তা যদি এর সঙ্গে জড়িত থাকেন তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেরপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক গৌরি রানী বসাক বলেন, সরকারি ওষুধ ফার্মেসিতে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আমি শেরপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ফেনীর সোনাগাজীতে সাবেক সাংসদ মোশারফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ, উচ্চপদস্থ ৩০ কর্মকর্তাকে গুলি করে হত্যা- ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট কিম

শেরপুরে নিখোঁজের ৮দিন পর অপর প্রেমিকের বাসা থেকে মাটিচাপা অবস্থায় কলেজছাত্রের লাশ উদ্ধার!

গভীর রাতে বোরখা পরে পালিয়েছেন ইডেন কলেজের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে মাকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ, ছেলে-পুত্রবধূ আটক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তুলতে হবে

নালিতাবাড়ী প্রশাসনের ১৪৪ ধারা জারি

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

লক্ষ্মীপুরে সৎ মা ও সৎ ভাই সহ ৩ জনকে গলা কেটে হত্যা