মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১.১০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার পূর্ণগড় এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে এলাকা বাসী।
উদ্ধারকৃত নিহত যুবকটি নকলা উপজেলার ১নং গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকার মো বরকত আলীর বড় ছেলে আমির উদ্দিন (৩৬)।
এ ঘটনায় নিহতের বাবা বলেন, আমার ছেলে গত সোমবার সকালে বক শিকার করতে পূর্ণগর এলাকায় গেছে তারপর থেকে আর বাড়ি ফিরে আসে নাই, আজ খবর পেয়ে এসে দেখতে পায় পরে থাকা মৃত দেহটি আমার ছেলের।
এই ঘটনায় নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এই ব্যক্তি বক শিকার করতে পূর্ণগর বন্ধে আসে এবং সেখানে থাকা বিদ্যুৎ লাইন সংস্পর্শে এসে মৃত্যুর ঘটনা ঘটে।