শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীর পানিতে ডুবে সুমাইয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কালাচাঁদ মিয়ার মেয়ে।
গ্রামবাসী ও পুলিশের তথ্য মতে, রবিবার দুপুরে শিশু সুমাইয়া বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে ডুবে যায়, পরে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে মৃত অবস্থায় শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করে।
এক বিষয়ে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিপ্লব মহন্ত বলেন, উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামে মৃগী নদীর পানিতে ডুবে সুমাইয়া নামের ৯ বছরের এক শিশুর মৃত্যু খবর পেয়েছি।