শেরপুরের নকলায় এক পরিবারে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামে মুকশেদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন কেউ বাড়িতে না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গ্যাসের সিলিন্ডার, সোলার সিস্টেম সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পরিবারটির প্রায় তিন লাখার ক্ষতি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মুকশেদ মাস্টারের স্ত্রীর অসুস্থ। সে সপরিবারে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অবস্থান করছেন। এই ঘটনা এলাকার সবাই জানে। এই সুযোগ বুঝে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। পরে সকালে খবর পায় বাড়ির মালিক।
এ বিষয়ে মুকশেদ মাস্টারের ভাতিজা হুমায়ূন কবির বলেন, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি কাকার ঘরের দরজার তালা ভাঙা। দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে দেখি ঘরের সবকিছু উল্টাপাল্টা। সোকেজ ও স্টিলের আলমারির তালা ভাঙ্গা। আমি সাথে সাথে কাকাকে ফোনে জানাই।
এ ব্যাপারে মুকশেদ মাস্টার বলেন, আমার সোকেজের ড্রয়ারে ৭০ হাজার টাকা ছিলো। স্টিলের তৈরি সিন্দুকের ভিতরে আমার স্ত্রীর একজোড়া স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিলো। এমনকি বাসার ব্যবহারকৃত সকল গুরুত্বপূর্ণ জিনিস নাই। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনার বিষয়ে নকলা উপজেলার চন্দ্রকোনা ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিপ্লব মহন্ত বলেন, চুরির বিষয়ে আমরা অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।