ময়মনসিংহের ফুলপুরে আজ বেলা তিনটার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। সভায় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফারুক আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শিহাব উদ্দিন খান, ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, ফুলপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকরামুল হুছাইন, মহিলা কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর সরকারী কলেজের প্রভাষক কবীরুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক সাফায়েত জামিল সাজু, সাংবাদিক এ টি এম রবিউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রমুখ।