ফেনীর ছাগলনাইয়ায় রুমা সরকারকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।জুলাই বিপ্লব ২০২৪কে অশ্লীল ভাষায় উপহাসকারী সহকারী অধ্যাপক রুমা সরকারকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সূত্র জানায়,জুলাই বিপ্লব ২০২৪ কে অশ্লীল ভাষায় উপহাসকারী ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে সম্প্রতি ছাগলনাইয়া সরকারি কলেজে বদলী করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। ছাগলনাইয়া সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। এতে বক্তব্য রাখেন,মোবারক,জহিরুল ইসলাম, তানজিল ও নাবা। বক্তাগণ রুমা সরকারকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান।