শেরপুর জেলা, নকলা উপজেলার, চন্দ্রকোনা ইউনিয়নটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত । উক্ত ইউনিয়নে প্রায় ২৪হাজার ৬শত ভোটার রয়েছে, যার একাংশ তরুণ ছাত্র ভোটার।
বর্তমান সময়ে বিজ্ঞানের কল্যাণে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, এমনকি জোয়া, নেশা ইত্যাদি অপ্রীতিকর কাজে নিজেকে নিয়োজিত করেছে, যার ফলে শিক্ষা ও মেধা বিকাশে ব্যাপক ব্যাঘাত ঘটছে এবং মূল্যবোধের অবক্ষয় হচ্ছে।
এসব ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে বের করে আনতে উক্ত ইউনিয়নের তরুণ ব্যবসায়ী মোঃ জাকারিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ঘুরে ঘুরে যুবসমাজের হাতে খেলার সামগ্রী ভলিবল তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় যুবসমাজের উদ্দেশ্যে মোঃ জাকারিয়া বলেন, তোমারা আমার ভাই, তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্তার সম্পর্ক রয়েছে। তোমাদের সমস্যা মানে, আমার সমস্যা। যে কোন সময়, তোমাদের খেলার সামগ্রী লাগলে আমাকে জানাবে এমনকি তোমাদের এলাকার আশেপাশে প্রতিবন্ধী, হতদরিদ্র, গরীব মেধাবী শিক্ষার্থী থাকলে আমাকে জানাবে, আমি তোমাদের পরিবারের সদস্য হিসেবে, তোমার এলাকার সন্তান হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিবো।
বিনিময়ে একটু ভালোবাসা দিয়ো এবং এই ভাইটাকে স্বরণ রেখো।