পানির চাপে মাত্র ১০বছর আগে নির্মিত মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ার প্রতিবাদে এবং অতি অল্প সময়ে পুনরায় রেগুলেটর নির্মানের দাবীতে বিক্ষোভ করেছে কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজীর শতশত মানুষ।শুক্রবার বিকালে পানিতে তলিয়ে যাওয়া রেগুলেটরের তীরবর্তী স্থানে উক্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এই সময় বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী এড.মমিনুল হক,সমাজসেবক ডাক্তার এনায়েত উল্লাহ,চোরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হোসেন, ব্যাবসায়ী মোশারফ হোসেন মিলন,চরদরবেশ ইউনিয়ন যুবদল নেতা ইকবাল হোসেন হেলাল।
এই সময় বক্তাগণ নির্মানের মাত্র ১০বছরে রেগুলেটরটি ভেঙ্গে যাওয়ার কারন হিসাবে নির্মানগত ত্রুটি,কাজে অনিয়ম ও অদক্ষতা কে দায়ী করে তদন্ত দাবী করেন,এবং অতি অল্প সময়ের মধ্যে পুনরায় রেগুলেটর নির্মানের দাবী জানান।রেগুলেটরটি পুনরায় নির্মিত না হলে পাশ্ববর্তি সাহেবেরহাট ব্রিজ ভেঙ্গে যেতে পারে এবং সোনাগাজী ও কোম্পানীগঞ্জের হাজার হাজার জনবসতি ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাবে বলে আশংকা করেন।