মুক্তাগাছা থানাকে আন্ত: উপজেলা কাবাডি প্রতিযোগিতায় সেমি ফাইনাল খেলায় পরাজিত করে কাবাডিতে ফাইনালে উঠলো ময়মনসিংহের ফুলপুর থানা কাবাডি দল।আজ মঙ্গলবার (১৬ জুলাই) ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ওই খেলার আয়োজন করলে এতে অংশ নিয়ে ফুলপুর দল এ সফলতা ছিনিয়ে আনে। মুক্তাগাছা থানাকে ৩৪-১৪ পয়েন্টে পরাজিত করে ফাইনালে অংশ নেওয়া নিশ্চিত করে ফুলপুর থানা।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে কাবাডি দল ও সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। জানা যায়, ফাইনাল খেলার তারিখ, স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খেলোয়াড়দের সাথে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার এস আই বিল্লাল হোসেন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালেহ আহমেদ, ক্রীড়া সংস্থার সোহেল প্রমুখ।