রোহিঙ্গা নেতারা বলেছেন, বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে চাই। মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন যাতে হয় সেটি রোহিঙ্গাদের প্রধান দাবি।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সমাবেশ করেন রোহিঙ্গারা। সহস্রাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের জমায়েতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা জানান তারা।
রোহিঙ্গা নেতারা বলেছেন, বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে চাই। মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন যাতে হয় সেটি রোহিঙ্গাদের প্রধান দাবি।
বালুখালী ক্যাম্প-৯ এর মাঝি শফিক বলেন, আমরা নিজেরা একত্রিত হয়ে প্রত্যাবাসনের দাবি জানাব। সব ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে এ মেসেজ ছড়িয়ে দেব। আমাদের অধিকার ফিরে পেতে চাই। বাংলাদেশ সরকারের এত বছর আশ্রয়ের বিষয়টি আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাস্টার মুছা, মাস্টার শহিদুল্লাহ, মাস্টার কামালসহ রোহিঙ্গা নারীরা সমাবেশে নেতৃত্ব দেন। এ সময় তারা সাধারণ রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যাবাসন নিশ্চিতে ফিরে যাওয়ার জন্য সব ক্যাম্পে কমিটি গঠন করা হবে। বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীকে সবসময় শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য একতা অবশ্যই প্রয়োজন।
রোহিঙ্গাদের এ সমাবেশকে ইতিবাচক মনে করছেন রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুপালংয়ের বাসিন্দা হেলাল উদ্দিন। তিনি বলেন, এটি ভালো বলে মনে করছি। দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা করবে।
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য রোহিঙ্গারা নিজেরা নিজেদের মধ্যে সব ক্যাম্পে প্রচারণা বা ক্যাম্পেইন করার উদ্যোগ নেন। সমাবেশ শেষে নিজ দেশে দ্রুত ফিরে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।