হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কারে পাটুরিয়াগামী রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে।
মানিকগঞ্জ সদরে প্রাইভেট কারে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কমপক্ষে আটজন।
ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩০ বছর বয়সী মিতু মিয়া ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কারে পাটুরিয়াগামী রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার ও বাসের কমপক্ষে ৯ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালের নিয়ে যান, কিন্তু হাসপাতালে নেয়ার পথে প্রাইভেটকারের যাত্রী মিতু মিয়ার মৃত্যু হয়।
ওসি সুখেন্দু বসু জানান, নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।