মির্জাপুর হাটহাজারী মুহুরীহাঁটস্থ এলাকা ডাক্তার রতন পারিয়াল এর বাড়িতে মহতি সৎসঙ্গ অনুষ্ঠিত হয়।
ডাক্তার রতন পারিয়ালের পুত্র লিংকন পারিয়াল এর উপনয়ন উপলক্ষে বিশাল সৎসঙ্গের আয়োজন করেন উক্ত সৎসঙ্গে সভাপতিত্বে ছিলেন শ্রীশ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী সহপতি ঋত্বিক সুবাস দাদা। সঞ্চালনায় ছিলেন অমল চক্রবর্তী যাজক পাঞ্জাধারি কর্মী রঞ্জন দে দাদা। গোপাল কৃষ্ণ চৌধুরী দুলাল নন্দী অনিল দাদা চন্দন দে প্রান্ত দে সুকান্ত দে কাঞ্চন চৌধুরী মিশন চৌধুরী ঝন্টু ধর অসীম চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন হাটহাজারী ফটিকছড়ি নন্দীরহাট প্রত্যেকটা মন্দির থেকে আগত ভক্তবৃন্দ ও গুরু ভ্রাতাগণ পরিশেষে সভাপতি বলেন সৎসঙ্গ মানে যিনি সৎ এর তৎগতি সম্পূর্ণ যিনি তিনি ওই সৎসঙ্গি। সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা এখানে প্রকৃত মানুষ তৈরি হয়। যিনি আজ উপনয়ন উপলক্ষে সৎসঙ্গ আয়োজন করেছেন উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সকল কর্মের প্রধান কর্ম গুরুকে স্মরণ করা গুরুকে আশ্রয় না করলে। পৃথিবীর সকল দেবতাগণ অসন্তুষ্ট থাকেন এই মহতী কাজে সৎসঙ্গ আয়োজন করে। সঠিক কর্মটা করেছেন আমরা প্রতিপ্রত্যেকে এভাবে আজকের বিধিগুলো মত সবাই পালন করি কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হচ্ছে পরম ব্রহ্ম। এটা একমাত্র সৎসঙ্গে শেখায় ধর্ম কিন্তু শিক্ষা কেন্দ্র ধর্মে আনে উন্নতি ধর্ম আচরণে এনে থাকে শ্রেষ্ঠ সুন্দর পরিণতি।