ময়মনসিংহ জেলা পুলিশে শ্রেষ্ঠ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমন।
সোমবার (১৮ মার্চ) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন মিলনায়তনে মেহেদী হাসান সুমনকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম।
এ উপলক্ষে আয়োজিত সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এসআই মেহেদী হাসান সুমন ময়মনসিংহ জেলা পুলিশে বিভিন্ন ক্যাটাগরীতে কয়েকবার ‘শ্রেষ্ঠ’ পুরস্কৃত হয়েছেন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পেয়েছেন বিভিন্ন পুরস্কার। যে যেটার যোগ্য সৃষ্টিকর্তা তাকে সেটাই দেন আলহামদুলিল্লাহ শুকরিয়া।