ভিক্ষা চাওয়ায় যেন কাল হলো আমেনা বেগম (৫০) নামে এক নারীর।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার শ্রীপুর এলাকায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের কোপে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মানিক মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অনান্য বাড়ির মতো ঐ বাড়িতে ভিক্ষা চাইতে যান, সেসময় ওই বাড়ির কর্তা মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজের প্রতিবাদ করায় মানিক ঘরে থাকা দা দিয়ে ওই নারীর গলায় কোপ দিয়ে হত্যা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।