ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার বিভিন্ন এলাকা মসজিদ হতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ধর্মপ্রাণ মুসলমানেরা বৃষ্টি উপেক্ষা করে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি হয়।মোনাজাত পরিচালনা করেন :: মাওলানা ফেরদৌস ইমাম ও খতিব, কালীগঞ্জ বাজার জামে মসজিদ।
সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খাঁন সালেহী, কালীগঞ্জ সরকারী শ্রমীক কলেজ এর অধ্যাপক মো: ফকরুল ইসলাম, উওর সোম বাইতুর নূর জামে মসজিদের সভাপতি সিরাজ উদ্দিন,সোম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মামুন, উওর সোম বাইতুর নূর জামে মসজিদ এর ইমাম ও খতিব নুরউদ্দিন এরবৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলন এর নেতা, মিনহাজ,শরিফুল ইসলাম হাবিজ্জুল্লা, প্রমুখ।
কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি আজাদ ফারুক আহমেদ এর সভাপতিত্বেবাংলাদেশ আহালে সুন্নত ওয়াল জামাত এর কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলামিন দেওয়ান আল আবেদী এর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।এসময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিভিন্ন মসজিদ হতে আগত মুসল্লী ও ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।