মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি করায় মাইকিং করে চোরকে গালাগালি!

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৩:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি করেন ভৈরবের হৃদয় মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক। ভুক্তভোগী হৃদয় ওই এলাকার সাবেক ইউনিয়ন মেম্বার আনার মিয়ার ছেলে।

গত সোমবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মাইকিং করে গালিগালাজের সময় ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও ওই এলাকার আকরাম নামে এক যুবক তার ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালটি ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ আফসোস করছেন আবার কেউ গালাগালের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছেন।

এ ব্যাপারে ফেসবুক ব্যবহারকারী রাকিবুল হাসান লিখেছেন, গালিগালাজ করায় ভৈরবের মানইজ্জত শেষ হয়ে গেল।

শরিফ মিয়া লিখেছেন, ব্যপারটা খুবই দুঃখজনক। এলাকার ভাবমূর্তি নষ্টের জন্য যথেষ্ট।

ব্যাপারটা নিয়ে ভুক্তভোগী হৃদয় মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে ব্যাটারি চুরি হয়। তারপর থেকে খুঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কিভাবে কী করব বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।

এই বিষয়ে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোর ব্যাটারি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন বলেন, যে কারো কোনো কিছু চুরি হলে বিষয়টি দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এ কাজটা করেছে।


Spread the love

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মমতার কপালে চিন্তার ভাঁজ, মমতা বিরোধী আন্দোলনে রণক্ষেত্র কলকাতা

ইকুয়েডোরের মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়, প্রতিবাদে ভারত থেকে কলা কিনবে রাশিয়া

কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার : অপর শিক্ষক পলাতক

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানী

ইসলামের দৃষ্টিতে হিজড়াদের বিয়ে করা জায়েজ?

শেরপুর থেকে ময়মনসিংহ হাইওয়ে মহাসড়ক নির্মানে অনিয়মের ছড়াছড়ি

বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়: কাদের

পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

শেরপুরে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার