শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলেটবিদ্ধ ফেনীর মাদরাসা ছাত্র শাহীনের চিকিৎসা অনিশ্চিত

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলায় বুলেটবিদ্ধ ফেনীর মাদরাসা ছাত্র শাহীনের চিকিসা অনিশ্চিৎ হয়ে পড়েছে।পাননি কোন সরকারি-বেসরকারি সাহায্য। নিজের টিউশনি করা টাকায় চালাচ্ছেন চিকিৎসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ফেনীর মহিপালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ফেনী আলীয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র আবুল হাসান ওরফে শাহীন (২১)।

সে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের ফল ব্যবসায়ী এনায়েত উল্যাহর ছেলে।পাঁচ ভাইয়ের মধ্যে সে তৃতীয়।জেলা সদর হাসপাতাল থেকে শুরু করে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েও গলা থেকে সেই গুলি বের করা যায়নি।গলায় আটকে থাকা গুলি নিয়ে আবুল হাসান গত এক সপ্তাহ ধরে ফাজিল প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন।খাবার খাওয়ার সময় তেমন একটা সমস্যা না হলেও বিছানায় শুলে কাঁধে ও গলার নিচের দিকে যন্ত্রণা শুরু হয়।দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসাসহ গলা থেকে গুলি বের করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আবুল হাসান।পরিবার থেকে তেমন একটা সহায়তা না পেলেও আবুল হাসান নিজেই টিউশনি করে ঔষুধ খরচ চালিয়ে যাচ্ছেন।

আহত শাহীন ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়,গত ৪ ই আগস্ট রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় মিছিলে ছিলেন মাদ্রাসা ছাত্র আবুল হাসান শাহীন।মিছিল করে আবুল হাসান বন্ধুদের সঙ্গে মহিপাল উড়াল সেতুর পশ্চিম পাশে অবস্থান নিয়েছিলেন।পরে জোহরের নামাজের সময় হওয়ায় তিনি বন্ধুদের সঙ্গে সড়কে নামাজ আদায় করেন। নামাজ শেষ হতে না হতেই ফেনী শহরের ট্রাংক রোড থেকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্রসহ এসে ছাত্রদের দিকে এলোপাতাড়ি গুলি করে। এতে আবুল হাসানসহ অন্তত ৫০ জনের বেশি ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এই ঘটনায় এ পর্যন্ত নিহত হন অন্তত ১৩জন।আবুল হাসানের বাবা এনায়েত উল্যাহ বলেন,তার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে যোগ দেয়।ওই দিন দুপুরের দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি চালালে গলায় গুলিবিদ্ধ হয় আবুল হাসান। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলি বের করার যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তিনি দ্রুত ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছুটে যান।সেখান থেকে ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে দুদিন থাকার পর চিকিৎসকরা গলা থেকে গুলি বের করতে না পেরে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন আবুল হাসানের গলার গুলিটি এই মুহূর্তে বের করতে গেলে অন্যান্য রগ কেটে তার বড় ধরনের সমস্যা হতে পারে বলে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি কোন হাসপাতালে নিয়ে যেতে বলেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন,ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের খোঁজ খবর নিয়ে তালিকা করা হয়েছে।নিহতদের পরিবারের পাশাপাশি আহতদেরকেও পর্যায়ক্রমে চিকিৎসাসহ সহায়তা করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর নেতৃত্বে শিগগিরই যৌথ অভিযান শুরু

ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক

ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং

অবশেষে ১৩০ দিন পর সচল হলো শেরপুর জেলা কারাগার

শেরপুরে এক কাপড়‌ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফুলপুরে চাকরি দেওয়ার নাম করে ৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

নকলায় দাখিল পরিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছনধরা স্কুলে ফুলপুর থানা বিট পুলিশের সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কালীগঞ্জে জনবসতী এলাকায় গবাদী পশুর খামার, পরিবেশ দূষণের অভিযোগ!

নালিতাবাড়িতে রাইচ কুকারে রান্না করতে গিয়ে, তসলিমা বেগম নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন