সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শ্রমিকের চিকিৎসায় সন্তান বিক্রি করে দিলেন স্ত্রী

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

গত একমাস আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এক শ্রমিকের চিকিৎসা করানোর জন্য নবজাতক সন্তানকে বিক্রি করেছেন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকায়। বিষয়টি জেলায় ব্যাপক আলোচিত হচ্ছে।

গুলিবিদ্ধ শ্রমিকের নাম আব্দুর রশিদ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালে চেকআপের জন্য নিয়ে আসার সময় গুলিবিদ্ধ হন তিনি।

এলাকাবাসী ও পরিবারের তথ্য সূত্র থেকে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগের সামনে টিকিট নেওয়ার আগেই আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া শটগানের গুলি এসে লাগে আব্দুর রশিদের গায়ে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে নিয়ে ফিরে আসেন শহরের রাজবাড়ী এলাকায়। যে বাড়িটিতে আশ্রিত হিসেবে থাকেন তারা। কিন্তু ৮ আগস্ট আবার অসুস্থ হয়ে পড়েন রশিদ।

গর্ভবতী স্ত্রী রোকেয়ার অবস্থাও ছিলো সংকটাপন্ন। গর্ভবতী রোকেয়ার অবস্থা সুচনীয় দেখে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে চাঁদা তুলে রশিদকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন অস্ত্রোপচারে হয় তার। একইদিনে বাসায় ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন রোকেয়া। তবে কন্যাসন্তানের মুখ আর দেখা হয়নি রশিদের। তার চিকিৎসার খরচ জোগাতে মাত্র তিনদিন বয়সী সন্তানকে বিক্রি করে দেন রোকেয়া।

কান্নাভেজা কণ্ঠে আব্দুর রশিদের স্ত্রী বলেন, ‘৪ আগস্ট আন্দোলন চলাকালে আমার স্বামীর গায়ে গুলি লাগে। পরে হাসপাতালে নিয়ে যাই। সেখানে অপারেশন হয়। অপারেশনের পর অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে আমার বাচ্চা হয়। সেইসময় হাতে টাকা ছিল না। স্বামীর চিকিৎসা করাতে হবে। তাই তিন দিনের বাচ্চাকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেই। সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছি। খারাপ তো লাগবে। কিন্তু সেইসময় কোনো উপায় ছিল না। স্বামীকে তো বাঁচাতে হবে।’রোকেয়া বেগম বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন স্বামী। তার একটা অপারেশন হয়েছে। আরও অপারেশন লাগবে। সুস্থ হতে এক-দুই বছর সময় লাগতে পারে। আর পুরো সুস্থ না হওয়ারও ঝুঁকি আছে। তিনি সুস্থ না হয়ে উঠলে যে সন্তান এখন কাছে রয়েছে তাকে নিয়েই পথে বসতে হবে। সে কারণেই ছোট্ট সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।

’আহত আব্দুর রশিদ বলেন, ‘আমি একজন শ্রমিক মানুষ। অপারেশনে অনেক টাকার প্রয়োজন হওয়ায় স্ত্রী একজনের কাছে শিশু সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এক সন্তানের জন্য কষ্ট হলেও আরেক সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ চিন্তা করে তা মেনে নিয়েছি।

’স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ-রোকেয়া দম্পতির কোনো জায়গা-জমি নেই। অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে থাকেন তারা।সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রশিদকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ওয়ার্ড জামায়াতের আমির আবদুর রহিম জানান, ভবিষ্যতেও তারা রশিদের পাশে থাকবেন।

দিনাজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির হোসেন বলেন, তারা রশিদের বাড়িতে গেছেন। বিক্রি করা শিশুটিকে তারা ফিরিয়ে এনে দিতে চেয়েছেন। কিন্তু রশিদ-রোকেয়ার আর্থিক অবস্থা এখন এতটাই করুণ যে, একটা বাড়তি মুখে ঠিকঠাক খাবার তুলে দেওয়া বা যত্ন নেওয়ার সামর্থ্য তাদের নেই। তাই হয়তো সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, আন্দোলনে আহতদের মধ্যে যাদের তথ্য আমাদের কাছে কাছে, আমরা তাদের নানাভাবে সহায়তার চেষ্টা করছি। আমরা রশিদ ও তার পরিবারের পাশে থাকবো। যতদ্রুত সম্ভব তাদের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলবো।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বন্য হাতির তাণ্ডবে বসতবাড়ি ভাঙচুর!

নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামী টিকটকার সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী!

ফেনীতে টমটম চালক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মাদারীপুরে ক্ষুরা রোগের হানা, দিশেহারা খামারি কৃষক

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর আহব্বায়ক আলা আমিন দেওয়ান আল আবেদী এর জন্ম দিনের শুভেচ্ছা শিক্ত হলেন

শামসুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে বাঁধের সামনে বাঁধ নির্মাণের উদ্যোগ

শেরপুরে ছাত্রলীগ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১৫

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারিদের উপর অস্ত্রধারী মোশারফ গ্রেফতার

কালীগঞ্জে এমপি’র ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা

মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসব