ফেনীর দাগনভূঞা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চৌধুরী কাজী বাড়ির পান দোকানদার মো:বাহার উদ্দিনের ছেলে তাজিম উদ্দিন পিয়াস ফেনী আলিয়ার আলিম পরীক্ষা দিচ্ছে।বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবি আদায়ের সক্রিয় সদস্য ছিলেন।গত ৪ই আগস্ট ফেনীর মহিপাল এ আন্দোলনে পিয়াসকে যুবলীগ-ছাত্রলীগ এলোপাতাড়ি গুলি করে এতে তার গায়ে ১২ টি গুলি লাগে।ফেনী সদর ও প্রাইভেট হাসপাতাল থেকে ৭টি গুলি বের করলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তার ৫টি গুলি বের করতে অপারগতা স্বীকার করে।পরে তাকে ঢাকায় নিয়ে যেতে বললে দরিদ্র পিতা সন্তানকে বাঁচাতে আত্বীয়-স্বজন থেকে ধার দেওনা করে ইবনেসিনা হাসপাতালে নিয়ে চিকিৎসা করে,এতে ব্যয় হয় প্রায় ৫ লক্ষ টাকা। অর্থের অভাবে সম্পূর্ণ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসে।পিয়াস ও তার পরিবার এখন চরম অর্থ কষ্ট করছে।তাই সরকারি,ব্যক্তি ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক ভাবে সহযোগিতা করলে দারিদ্র পরিবারটি সচ্চল হবে।যোগাযোগ: মোবাইল পিতা:01835-914379,01645-969250