নরসিংদী বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জাবির আল মাহমুদকে চুল কেটে দেওয়া,গুম ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকালে বিন্নাবাইদ কন্দুর বাড়ি মোড়ে প্রায় আধঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে জাবির আল মাহমুদের অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,গত ৩০ অক্টোবর স্থানীয় পূর্ব শত্রুতার জেরে মোর্শেদ আকন্দ,আঃ হালিম,এমদাদুল ইসলাম,মোশারফ হোসেন ও সজিব সহ কতিপয় সন্ত্রাসী অস্ত্র সস্ত্র নিয়ে আমাকে হত্যার জন্য পরিকল্পনা করে। আমি জানতে পেরে বিকল্প শিবপুর সেনাবাহিনীর ক্যাম্পে সেনাবাহিনীর বরাবর লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে এসে জানতে পারি আমার ছেলেকে গুম করে হত্যার হুমকি প্রদান করে। হুমকির বিষয়ে স্কুল প্রদান শিক্ষক জানতে পেরে আমার ছেলেকে গোপনে পিছনেন দরজা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বর্তমানে আমার ছেলে বাকরুদ্ধ অবস্থায় রয়েছে। আমি ঘটনার তদন্ত সাপেক্ষ সুষ্ঠ বিচার দাবি করছি। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম আঙ্গুর মাষ্টার বলেন,বুধবার সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে শুনোছি দুই শিক্ষক না কি জাহাঙ্গর আলমের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোক্ত মোঃ মোর্শেদ আকন্দ বলেন,আমি যতটুকু জানি জাহাঙ্গীরের সাথে আঃ হালিমের পূর্ব বিরোধ রয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানিনা,জাহাঙ্গীর আলম কেন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলতে পারবো না।