শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেগম রৌশন আরা একাডেমিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ফেব্রুয়ারী মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই একাডেমির সভাপতি হোসেন আলী বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, অধ্যক্ষ ও সাংবাদিক এম সুরুজ্জামান, সহকারী শিক্ষক নাজমুল আহসান, আলহাজ আলী, হাফেজ আব্দুল বাছেত, তাইজ উদ্দিন, শরীফুল ইসলাম প্রমুখ।পরে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং বিশেষ দোয়া করা হয়।