গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।পরে পুলিশের একটি চৌকস দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করেন।পরে পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনের জানাযা নামাজ শেষে তাকে মুনশুরপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি তুমলিয়া ইউনিয়নের সানাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভোগ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং শোক সম্ভান্ত্র পরিবার কে এ ই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।