ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ওপার বাংলার দিকে দিকে উঠছে ভারত বিরোধী স্লোগান। এমন আবহে ভারত বিরোধী স্বরকে আরও তীব্রতর করার ডাক দিলেন পাকিস্তানের এক কট্টোরপন্থী নেতা।
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে নিজেকে পাকিস্তানের কট্টোরপন্থী নেতা হিসেবে দাবি করে ওই ব্যক্তি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, “বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে, চোখ উপড়ে নেব। হাত তুললে হাত ভেঙে দেব।”
আরো বলেছেন, বাংলাদেশে আক্রমণ হলে পরমাণু শক্তি দিয়ে পাল্টা হামলা চালানো হবে। বাংলাদেশীদের উদ্দেশে ভিডিও বার্তায় পাকিস্তানের ওই কট্টোরপন্থী নেতাকে বলতে শোনা গিয়েছে, “চিন্তা করো না। তোমাদের দুঃসময়ে পাকিস্তান আছে। পাকিস্তানের পরমাণু বোমা এখন তোমাদেরও। ফলে কেউ আক্রমণ করতে এলে আমরা পরমাণু বোমা দিয়ে যোগ্য জবাব দেব।”
হাসিনা সরকারের অবসান ঘটিয়ে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনায় ইউনুস সরকারের তীব্র সমালোচনা করেছে ভারত। এরপর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। এমনকী পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলও শুরু করেছে ইউনুস সরকার।
এবার বাংলাদেশের হয়ে প্রকাশ্যে সওয়াল করতে দেখা গেল পাকিস্তানের কট্টোরপন্থী নেতাকে। ফলে বিষয়টিকে ভালভাবে দেখছে না গোয়েন্দা দফতর।
গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশে ঘটে চলা অশান্তির সুযোগ নিয়ে ইতিমধ্যে সেদেশে সক্রিয় হয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। গোলমালের সুযোগে তাদের অনেকেই সীমান্ত টপকে ভারতে ঢোকার চেষ্টা করছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। এমন পরিস্থিতি সীমান্তের নজরদারি আরও বাড়ানো হচ্ছে।
তবে পাকিস্তানের কট্টোরপন্থী নেতার বয়ানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারত। এক সেনা কর্তার কথায়, “সামরিক দিক থেকে ভারত কতখানি শক্তিশালী সেটা বোঝার ক্ষমতা থাকলে পাকিস্তানের নেতা এত বড় বড় কথা বলতেন না। তাছাড়া পরমাণু বোমা কোনও বাচ্চার খেলনা নয়, যে ইচ্ছে করলেই তা ব্যবহার করা যায়!”