ফেনীর সোনাগাজীতে বণ্যাদূর্গতদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ফেনীর সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গঠিত মেডিকেল টিমের সদস্য ডাঃ তানভীর মাহমুদ তৌহিদের নেতৃত্বে রোগী দেখেন ডাঃ দীপ্ত,ডাঃ নুরুল আলম মনজু,ডাঃ জিসান, ডাঃ জুয়েল।মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু,ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা, পৌরসভা জামায়াতের আমির কালিম উল্লাহ, সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ,পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল হামিদি,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর,সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান গনি জিহাদ।এই সময় সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাকের সদস্যগণ।মেডিকেল ক্যাম্পে ৩৮০জন রোগী কে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।