“আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়ায় “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনটি ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাংবাদিক মোহাম্মদ মোস্তফা ,নাগরিক সমাজের জালাল মজুমদার ও জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমেরিকা প্রবাসী কপিল উদ্দিন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।বক্তাগণ অবিলম্বে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেয়ার দাবি জানান।এতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্যগণ ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।