ফেনী শহরের জেল রোডে গত ৪ আগস্ট আওয়ামীলীগ নেতাকর্মীরা কুপিয়ে শর্শদীর ফতেহপুর গ্রামের টমটম চালক হত্যার ঘটনায় মামলা হয়েছে।মামলায় সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,সাবেক সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বসার মজুমদার তপন সহ ২০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী উল্লেখ রয়েছে।আজ বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আছিয়া বেগম মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত ৪ আগস্টের ঘটনায় এই নিয়ে ৮টি হত্যা মামলা হয়েছে।এসব মামলায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ২ হাজার নেতাকর্মীকে আসামী করা হয়।