বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় শিশু-কিশোর সংগঠন ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন,খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির আহমদ,কোষাধ্যক্ষ আহমেদুল হক খোকন, সদস্য ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদি,আলোকধারা আসরের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ভুঞা,নুর আলম কাউছার,মোহাম্মদ কামরুল প্রমুখ।এই সময় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন খেলাঘর নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৪ আগস্ট দুপুরে ফেনীর মহিপালে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালে নির্বিচারে গুলি ছোড়ে যুবলীগ,ছাত্রলীগের কর্মীরা।এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন ফেনী কলেজ ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবণ।সে ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা নেছার আহমেদ এর ছেলে।