ময়মনসিংহের ফুলপুর হাসপাতাল রোড বণিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে হাসপাতাল সংলগ্ন পূবালী ব্যাংকের বিপরীতে হারুন মার্কেটে সমিতির কার্যালয় থেকে ওই ফলাফল ঘোষণা করা হয়।
২ বছর মেয়াদি ওই কমিটির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সঞ্চুর বালিকা দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।
বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান মোস্তফাকে সভাপতি ও সোলাইমান কবির বিশ্বাস খোকনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কুদ্দুছকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ডা. মো. শাহিনুল ইসলাম, মো. জাহিদুজ্জামান তুহিন, মো. মোশারফ হোসেন, মো. সোহাগ মাস্টার, মো. আজহারুল ইসলাম ও মো. জিয়াউর রহমান।
জানা যায়, যাচাই বাছাইয়ে সমিতির ২৭২ জন ভোটার ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ২১ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু প্রার্থীরা যে যে পদে নির্বাচন করতে ঘোষণা দিয়েছেন ওইসব পদে দ্বিতীয় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ ১০ সেপ্টেম্বরই ফলাফল ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহসভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক শুকুর মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম কে কামাল, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুমন মিয়া, ধর্মীয় সম্পাদক আব্দুল হাই শহীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আকিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম ফাহাদ, কার্যকরী সদস্য ইদরিস আলী, গোলাম সারোয়ার, সায়েদুল হক, আব্দুল মোতালেব ও মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সমিতির প্রধান উপদেষ্টা ফুলপুর থানার নবাগত ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, রোজী রোজগারের এই জায়গা থেকে যাতে কোনো রকম চাঁদাবাজি না হয় এ ব্যাপারে আমরা দেখবো। নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর রাখবো। নাইট গার্ডদের প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়াবো।
তিনি বলেন, তিনটি জিনিস নিজেকেই রক্ষা করতে হয়। তা হলো- জান, মাল ও ইজ্জত। এসময় তিনি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
ওসি বলেন, সমাজকে পরিবর্তন করতে হলে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমাদের সমাজে ৯৮% লোকই ভাল। মাত্র ২% লোক অপরাধী। এই ২% অপরাধীকে আমরা নির্মূল করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন।
এসময় ব্যবসায়ী আজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সমিতির সাবেক সভাপতি আহসান রানা রুবেল, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ।
মোড় জামে মসজিদের ইমাম মুফতী উবায়দুল্লাহ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, ক্বারী সুলতান আহমদ, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, তোফাজ্জল হোসেন, বাহার উদ্দিন, তপু রায়হান, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।