ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আজ ১৮ ফেব্রুয়ারী – ২০২৪, রোজ রবিবার বেলা পাঁচটার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম (পদাধিকার বলে সভাপতি ফুলপুর প্রেসক্লাব) সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর মুকুল।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
সভায় সভাপতি স্বাগত বক্তব্য রাখেন ,তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সংবাদকর্মীদের প্রতি আহবান জানান ইউএনও এ বি এম আরিফুল ইসলাম। আপনারা সমাজের আয়না আপনারা আমাকে সহযোগিতা করবেন আমিও আপনাদেরকে সহযোগিতা করব। তিনি বলেন আমি আপনাদেরকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন , সাংবাদিক নূরুল আমিন, সাংবাদিক মাওলানা আব্দুল মান্নান, সাংবাদিক সেকান্দর আলী, সাংবাদিক এ টি এম রবিউল করিম, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাংবাদিক মোঃ মোস্তফা খান সাংবাদিক রাকিবুল ইসলাম মাহফুজ, সাংবাদিক, সাংবাদিক মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুছছাত্তার,সাংবাদিক মোঃ কামরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল সায়েম লিঠু, সাংবাদিক অপুর্ব।