ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ৬দিন পর কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এ-সময় ফুলপুর পৌর এলাকার প্রদান সড়ক প্রদক্ষিণ করেন, এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ছাত্র সমাজ ও সাধারণ জনতা। এ সময় ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন আমরা পুলিশ আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই, আমরা জনগণের বন্ধু, পুলিশি জনতার জন্য তাই পুলিশ আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আগের মতো একসাথে মিলেমিশে কাজ করি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ জনতা ও বিভিন্ন পেশার মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। ওসি আরো বলেন আমরা জনগণের সেবক, তাই আমরা সকলে মিলেমিশে কাজ করবেন ইনশাআল্লাহ, আপনার আমাদের সহযোগিতা করবেন তাহলেই এ-ই দেশকে সামনে এগিয়ে নিয়েযেতে পারবো।
আমি ফুলপুর বাসীর প্রতি চির কৃতজ্ঞ থাকবো,তারা আমাদের ফুলপুর থানা পুলিশের দুঃসময়ে এগিয়ে এসেছেন আমি মহান সৃষ্টি কর্তার নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করি, ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করবেন,পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।