শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে পোস্ট অফিস প্রাঙ্গণে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, আমজাদ সরকার, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।