ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর থানাধীন সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় ৪০ হাজার লোকজন বন্যার পানি বন্দি অবস্থায় রয়েছেন।বন্যা কবলিত এলাকার খোঁজখবর নিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ও ও থানা পুলিশ সদস্যবৃন্দ ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর ৫ নং ইউনিয়নের দুটি ইউনিয়নে প্রায় ৪০ হাজার লোকজন পানিবন্দী অবস্থায় আছেন, তাদের খোঁজখবর নিতে আজ সকালে ওসি মাহবুবুর রহমান নৌকা যুগে তাদের বাড়ি গিয়ে প্রত্যেকের খোঁজখবর নেন। এবং তাদেরকে আশ্বস্ত করেন যে সরকারি ত্রাণএর ব্যবস্থা করবেন। ওসি আরো বলেন আপনারা একটু সাবধানে থাকবেন ছোট ছোট বাচ্চা আছে তাদের খোঁজখবর রাখবেন। ফুলপুর থানা পুলিশ আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ।