ময়মনসিংহের ফুলপুরে প্রতিবছরের ন্যায় এবারও ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রবাসী সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালী শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, সুশীল সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।