ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অতি বৃষ্টির কারণে পৌর এলাকার বাসিন্দারা পানি বন্ধি। সরো জমিনে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় হাজারো মানুষ পানি বন্ধি। ফুলপুর পৌরসভায় অবস্থিত ৮নং ওয়াডে দিউ মাদ্রাসায়ে সাইয়েদেনা রোড এর মাঝে এই রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন চলাচল করে কিন্তু রাস্তা নিচু হওয়ার কারণে এবং রাস্তায় গভীর ড্রেন না থাকার কারণে একটু বৃষ্টি হলে পানিতে রাস্তাটি সবসময় তলিয়ে যায় তখনই মানুষের চলাফেরার জন্য দুর্ভোগ পোহাতে হয়। বিষেশ করে মহিলা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ছাত্রী সহ সকল পেশাজীবি মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এ এলাকায় অনেক শিশু বাচ্চা রয়েছে কখন কি হয় আল্লাহ তায়ালা ভালো জানে। তবে পৌর এলাকার শিববাড়ি রোড, হাজি রোড, আমুয়াকান্দা, সহ অনেক এলাকার বাসিন্দারা পানি বন্ধি আছে। পৌর এলাকা বাসি দাবি ফুলপুর পৌরসভার মেয়র এবং বিশেষ করে ৮,নং ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি ও ড্রেনেজ ব্যবস্থার সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।