ময়মনসিংহ, ফুরপুর থানাধীন ৮নং রূপসী ইউনিয়নের পাগলার মোড়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ আনোয়ার হোসেন, এসআই মোঃ জিয়াউর রহমান, এসআই, আমিনুল ইসলাম, এএসআই মোঃ ফরহাত, এএসআই অলয়গন সহ পুলিশ সদস্য। এ সময় নবাগত ওসি মোঃ রাশেদুজ্জামান এলাকার গণ্যমান্য মুরুব্বি, যুবক,এবং ব্যবসায়ী দের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, শিশু গ্যাং অপরাধ, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পুলিশং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।এসময় আলোচনা সভায় পাগলা বাজার এলাকার ব্যবসায়ী গণ্যমান্য মুরুব্বি যুবক ও বিভিন্ন পেশার মানুষ সহ ২০০/২৫০ জন উপস্থিত ছিলেন। ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন আপনাদের এলাকা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সকলকে সহযোগিতা করতে হবে। আমি চাই আপনারা পুলিশকে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ আপনাদের পাশে সব সময় থাকবে। পুলিশ জনগণের বন্ধু পুলিশই জনতা জনতাই পুলিশ। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া চান যাতে করে ফুলপুর উপজেলার জনগণের সেবা করতে পারেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।