প্রচন্ড তাপদাহে শেরপুরে সাধারণ মানুষের মাঝে শরবত, হাতপাখা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় শহরের থানামোড়ে রোটারেক্ট ক্লাব অব শেরপুরের উদ্যোগে ও রোটারি ক্লাব অব শেরপুর’র সহযোগিতায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামান ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট ডা.মো: সুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরপুর ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।
এসময় অন্যান্য মধ্যে রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট ডা.আনিসুর রহমান, রোটারিয়ান নাজমুল ইসলাম, রোটারেক্ট ক্লাব অব শেরপুররের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হান্নান, সেক্রেটারি আশিক মুন্না সাগর, জয়েন্ট সেক্রেটারি সাইফুল্লা রহমান, প্রোগ্রাম চেয়ার স্বপ্নীল সোহান সহ রোটার্যাক্ট ক্লাব অফ শেরপুরের অন্যান্য রোটার্যাক্টর বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচন্ড তাপদাহে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসময় রোটারেক্ট ক্লাব অব শেরপুর’ সাধারণ মানুষের মাঝে হাতপাখা, শরবত ও পরিবেশবান্ধব বৃক্ষ বিতরণ করেন। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এরকম কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।