ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ফেনীর পরশুরাম উপজেলায় এবারের বন্যায় প্রতিটা বাড়িঘর প্লাবিত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতভাগ মানুষের।তাদের দিক চিন্তাভাবনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরশুরাম উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে গতকাল ৪ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সভাপতি শামসুল আলম শাকিলের সভাপতিত্বে,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম,আবুল খায়ের লিটন ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ত্রাণ বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ফেনী-১ সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক ,সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি,যুগ্ম আহ্বায়ক এড.আবদুল আলিম মাকসুদ,ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, আহম্মেদ আজম সিরাজ,যুগ্ন আহবায়ক মোস্তাফিজু রহমান মাসুদ,নুরুল ইসলাম মেম্বার, সেলিম কমিশনার,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার।পরশুরাম পৌরসভা মিলনায়তনে খুব সুশৃংখল ভাবে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বন্যায় দুর্গত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।এই সময় প্রধান অতিথি মজনু সবার উদ্দেশ্যে বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদ চিন্তা চেতনায় দেশের উন্নয়নের লক্ষ্যে এই উপজেলায় বন্যায় দুর্গতদের দ্বারে দরজায় সকল নেতাকর্মীরা যাবে এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে।প্রাথমিক ভাবে জরিপ কাজ সম্পন্ন হলেই পুনর্বাসনে নেমে যাবে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা।