ফেনীর পরশুরামের শহীদ কাওছারের পিতার হাতে জামায়াতের ফেনী জেলা আমীর এক লাখ টাকা তুলে দেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর প্রথম শহীদ পরশুরামের ইকরাম হোসাইন কাউছার এর কবর জিয়ারত করেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম শামসুদ্দিন।জিয়ারত শেষে জেলা আমীর এ কে এম শামসুদ্দিন শহীদের গর্বিত পিতা শিক্ষকতার পেশায় নিয়োজিত মাওলানা মোহাম্মদ আনোয়ারের সাথে কথা বলেন।তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য্য ধারন করার আহ্বান জানান।তিনি আল্লাহর দরবারে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,সেক্রেটারী মাওলানা আবদুল হান্নান,জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম,উপজেলা আমীর মাওলানা আব্দুল হালিম সহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।পরে জেলা আমীর শহীদের পিতার হাতে সংগঠনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।কবি নজরুল কলেজের ছাত্র কাওছার ১৯ শে জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন।তাঁরা দুই ভাই ও এক বোনের তিনি ছিলেন দ্বিতীয়।