শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার তেতলাব এলাকায় মিজির ভাড়াটিয়া বাড়িতে পরকীয়া সন্দেহে স্ত্রী রোকসানা বেগমকে (৩২) ও মেয়ে জান্নাতকে (৫) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামী নুর জামাল। নিহত রোকসানা বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে।
নিহত রোকসানার ভাই হাসান জানান, তিনিও ওই বাড়িতেই পাশের রুমে ভাড়া থাকেন। ৮ বছর পূর্বে রোকসানা আদমজী ইপিজেড এ কাজ করার সময় তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিয়ে করেন। কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। প্রায়ই সে রোকসানাকে মারধর করত। গত এক বছর আগে ঝগড়ার সময় রোকসানার মাথায় আঘাত করে জখম করে। এরপর সেখান থেকে তাদের আমার কাছে নিয়ে আসি। গত শুক্রবার নুর জামাল ও রোকসানা বেগমের মাঝে পরকীয়া সন্দেহে তাদের ঝগড়া হয়। এরপর যথারীতি তারা এক সাথে ঘুমিয়ে পড়ে। ভোর সোয়া ৫টায় নুরজামাল আমাকে ফোন করে রোকসানা গুরুতর অসুস্থ বলে জানায়। তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। দাঁড়ালো অস্ত্রের আঘাতে আহত জান্নাত কাতরাচ্ছে। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এমন চাঞ্চল্যকর হত্যা কান্ডের বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী নুর জামাল তার স্ত্রী ও তার সন্তানকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নুর জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।