সাতক্ষীর জেলা, শহরতলীর রইচপুর এলাকায় দুই মাসের মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সুরাইয়া ইয়াসমিন সদর উপজেলার রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও একমেয়েকে নিয়ে থাকতেন।রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, সুরাইয়া ইয়াসমিনের মেয়ে মমতাজ খাতুনকে রবিরার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওইদিন স্বজনরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। কান্নকাটির সময় শিশুটির মা সন্তান হারানোর শোকে মমতাজ খাতুনকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করে বিলাপ করতে থাকেন। তিনি আরো জানান, সুরাইয়াকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় ।এর আগে তিনি তার নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিলেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মুছা শেখ সুরাইয়া খাতুন মুক্তাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।