শেরপুরে নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দোয়া কামনায় সমাজসেবক আমিরুল ইসলামের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া উচ্চ বিদ্যালয় ও বাথুয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা বরণকারী যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবকআমিরুল ইসলাম।
এসময় অন্যান্য মাঝে উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সদস্য সচিব ও বনকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিল উদ্দিন, রিক্সা-ভ্যান অটো চালকদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুলহাস আলম সরকার, শিক্ষক মেহেদী হাসান, জমশেদ আলী মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম এ সাংবাদিককে বলেন, আমাদের উপজেলা পাহাড়ী ও সিমান্ত এলাকা হওয়ায় এবার শীতের তীব্রতা বেশী। আমার নিজস্ব অর্থায়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত যোগানিয়া ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ সামনের দিনেও যোগানিয়া ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে পাশে থাকবো।