নালিতাবাড়ীতে ২০০গ্রাম গাঁজাসহ আহসান হাবীব হেলাল(৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাত ১১টার দিগে উপজেলার নয়াবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আহসান হাবীব হেলাল ওই গ্রামের ইমান আলীর ছেলে।
সূত্রে জানা গেছে নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালালে আহসান হাবীব হেলাল নামে একজনকে ২০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া জানান গ্রেফতারকৃত আহসান হাবীব হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এসময় মাদক বিরোধী এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।