বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়িতে রাইচ কুকারে রান্না করতে গিয়ে, তসলিমা বেগম নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

রাইচ কুকারে রান্না করতে গিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে আগুনে পুড়ে মারা গেছেন তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১০টার দিকে নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করেছেন। তসলিমা বেগম একই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

পাশের বাড়ির প্রত্যক্ষদর্শী স্বজন ও এলাকাবাসীর ভাষ্যমতে , আনুমানিক রাত ১০ টার দিকে এরশাদ আলীর টিনসেড রান্না ঘরে তার স্ত্রী তসলিমা বেগম রাইচ কুকারে রান্নার কাজ করতেছিল, এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে তাসলিমা বেগম ঘরের ভিতরে থাকা বিদ্যু্তের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্য বসত বিদ্যুতের শক লেগে ঘরের মেঝেতেই পড়ে যান। ততক্ষণে রান্না ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।

রান্নাঘরের আগুন ছড়িয়ে পড়তে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার ও ডাকাডাকি শুরু করে। চিৎকার ও ডাকাডাকি শুনে বাড়ির পাশে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমা পুড়ে মারা গেছেন।

মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই নালিতাবাড়ি থানার পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির নারীদের চিৎকারের শব্দ পেয়ে ছুটে আসি আমরা, তখন দুই সন্তানের জননী তাসলিমা নিথর দেহ রান্না ঘরের মেঝেতে পড়ে ছিল এবং তখনও রান্না ঘরে আগুন জ্বলছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে রান্না ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

নালিতাবাড়ি থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - Uncategorized