শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আরিফুল আলম শনিবার (২৬ অক্টোবর ) ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে সকল শিক্ষক-কর্মচারীদের প্রত্যক্ষ সম্মতিতে তাকে এই দ্বায়িত্ব প্রদান করা হয়।
দ্বায়িত্ব গ্রহণকালে কলেজের এডহক কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক – কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আরিফুল আলম দ্বায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকল শিক্ষক-কর্মচারীগণ, এডহক কমিটির সদস্য ও এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি ২০০১ সালে ওই কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।